ঢাকা: চলতি বছরের হজে যেতে আগামী ৮ ফেব্রুয়ারি থেকে হজের নিবন্ধন শুরু। শেষ হবে ২৩ ফেব্রুয়ারি। রবিবার (৫ ফেব্রুয়ারি) হজযাত্রী নিবন্ধনের বিজ্ঞপ্তি জারি করে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। পবিত্র হজ চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ জুন (৯ জিলহ্জ) অনুষ্ঠিত হবে। চুক্তি অনুযায়ী এ বছর এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালনের সুযোগ পাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার এবং বেসরকারি ব্যবস্থাপনায় এক লাখ ১২ হাজার ১৯৮ মুসল্লি হজ পালন করতে পারবেন। চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৮৩ হাজার ১৮ টাকা। এ মূল্য গত বছরের প্যাকেজ-১ থেকে ৯৬ হাজার ৬৭৮ টাকা এবং প্যাকেজ-২ থেকে এক লাখ ৬১ হাজার ৮৬৮ টাকা বেশি। এদিকে, বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের জন্য প্যাকেজ মূল্য ৬ লাখ ৭২ হাজার ৬১৮ টাকা নির্ধারণ করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। গতবছরের তুলনায় এ বছর প্রায় দেড় লাখ টাকা বেশি খরচ বাড়ল। গতবছর কোরবানি ছাড়া বেসরকারিভাবে হজের প্যাকেজ মূল্য ছিল ৫ লাখ ২৫ হাজার ৭৫০ টাকা।
Discussion about this post