পাবনা প্রতিনিধি: পাবনার চাটমোহরে ইসমাইল হোসেন (৫৫) নামে এক অটোবাইক চালকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার ফৈলজানা ক্যাথলিক স্কুলের পাশে ধান ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত ইসমাইল হোসেন জেলার আটঘরিয়া পৌর এলাকার হাজিপাড়া মহল্লার মৃত নজরুল ইসলামের ছেলে। পেশায় তিনি ব্যাটারিচালিত অটোরিকশা চালক ছিলেন। চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন জানান, পুলিশের ধারণা রাতে যাত্রী বেশে ছিনতাইকারীরা অটোরিকশা ভাড়া নিয়ে যাবার পথে ফাঁকা জায়গায় ইসমাইল হোসেনের হাত-পা বেঁধে শ্বাসরোধে হত্যা করে। পরে লাশ ধান ক্ষেতে ফেলে রেখে অটোরিকশা নিয়ে পালিয়ে যেতে পারে। স্থানীয়দের খবরের ভিত্তিতে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
Discussion about this post