শনিবার, ২৩ জানুয়ারী ,২০২১
Bangla Version
স্পোর্টস ডেস্ক: কিছুদিন আগে পাকিস্তানের টিম ম্যানেজম্যান্টকে দায়ী করে অবসরের ঘোষণা দেন মোহাম্মদ আমির। গণমাধ্যমের সামনে টিম ম্যানেজম্যান্টের অনেক সমালোচনা করেন তিনি। আমিরের সেসব কথা উড়িয়ে দিলেন দলটির প্রধান কোচ মিসবাহ-উল-হক। তাঁর মতে, আমির শুধুই তিল থেকে তাল বানিয়ে অন্যরকম পরিস্থিতি তৈরি করেছেন। গত বছর হঠাৎ করে টেস্ট ক্রিকেট থেকে নাম সরিয়ে নেন আমির। এরপর গত মাসে আচমকা আন্তর্জাতিক ক্রিকেট থেকেই অবসরের ঘোষণা দেন। কারণ হিসেবে, টিম ম্যানেজম্যান্টের মানসিক নির্যাতনের বিষয়টি উল্লেখ করেন আমির। বোলিং কোচ ওয়াকার ইউনিসের দিকেও আঙুল তোলেন তিনি। ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী এ ব্যাপারে মিসবাহ বলেন, ‘আমিরের ঘটনায় ওয়াকারের হাত থাকা নিয়ে কথা উঠেছে। কিন্তু এসবে কোনো সত্যতা নেই। ছয়জন নির্বাচক ছিলেন, সঙ্গে আমি প্রধান নির্বাচক। তারপর অধিনায়ক তো ছিলেনই। কাজেই, কেবল একজনই দল নির্বাচনে প্রভাব রেখেছে, এটা কোনোভাবেই সম্ভব নয়।’এরপর মিসবাহ বলেন, ‘পারফরম্যান্সের কারণেই তাকে (আমির) কেউই নিতে চায়নি। আমি বুঝতে পারছি না, কেন সে এত কিছু তৈরি করছে এবং গোটা বিষয়কে তিল থেকে তাল বানিয়েছে। সে দলে জায়গা পায়নি, এরপর প্রক্রিয়া ছিল খুব সাধারণ। ঘরোয়া ক্রিকেটে ফিরে নিজের ফর্ম দেখিয়ে জাতীয় দলে জায়গা আদায় করে নেওয়া। বাকি সবকিছু এখানে অবান্তর।’সাবেক এই পাকিস্তানি তারকা আরো বলেন, ‘আমিরের নিজের দৃষ্টিভঙ্গি আছে এবং আমি সবসময়ই ক্রিকেটারদের ভাবনাকে সম্মান করেছি, তা সে সিনিয়র হোক বা জুনিয়র। সে যখন ফিরে এলো (নিষেধাজ্ঞার পর), আমিই ছিলাম অধিনায়ক। তখন তাকে স্বাগত জানিয়েছি, সবকিছু একপাশে সরিয়ে কেবল পাকিস্তান ক্রিকেটের স্বার্থে তাকে সাপোর্ট করেছি।’
বাংলাদেশের স্পিনে বিধ্বস্ত ওয়েস্ট ইন্ডিজ
জুভেন্টাসকে শিরোপা এনে দিলেন রোনালদো
কাভানি-পগবায় ম্যানইউর শীর্ষস্থান পুনরুদ্ধার
সাকিব-হাসানের দিনে অল্পতেই শেষ ওয়েস্ট ইন্ডিজ
বিশ্বকাপ সুপার লিগের যাত্রা শুরু করছে বাংলাদেশ
৭০ বছরের রেকর্ড ভেঙে নায়ক পন্থ
দুইবার এগিয়েও শিরোপাবঞ্চিত বার্সা
বাংলাদেশের জাতীয় পতাকা অনুসরণ করে ‘বিশেষ’ জার্সি : আকরাম খান