শুক্রবার, ২২ জানুয়ারী ,২০২১
Bangla Version
স্পোর্টস ডেস্ক: ভারত-অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজ চলছে। সিরিজের মাঝপথে দেশে ফিরে যান ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতেই দেশে ফিরে যান তিনি। অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের টেস্ট ড্রয়ের দিনেই বিরুশকার কোল আলো করে এসেছে কন্যাসন্তান। সন্তানের আগমনের খবর কোহলি জানিয়েছেন হলুদ রঙে। টুইটারে কোহলি লিখেছেন, ‘আপনাদের আনন্দের সঙ্গে জানাচ্ছি আমাদের কন্যাসন্তান হয়েছে। আপনাদের ভালোবাসা ও শুভ কামনার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আনুশকা ও আমাদের কন্যা ভালো আাছে। আমরা দুজনেই খুবই ভাগ্যবান, জীবনের এই অধ্যায় আমাদের দেখার সুযোগ হলো। আপনারা নিশ্চয়ই আমাদের ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান জানাবেন। তাই সবার কাছ থেকে এ ব্যাপারে সহযোগিতা চাই।’২০১৩ সালে একটি বিজ্ঞাপনচিত্রে কাজ করার সুবাদে আনুশকার সঙ্গে কোহলির ঘনিষ্ঠতা বাড়ে। এরপর বন্ধুত্ব থেকে প্রেম। ২০১৭ সালের ডিসেম্বরে তাঁরা বিয়ের পিঁড়িতে বেসেন। আর গত বছরের ২৭ আগস্ট টুইট করে সন্তান আসার ঘোষণা দিয়েছিলেন কোহলি। আজ তাঁদের সন্তান পৃথিবীর আলো দেখেছে।
জুভেন্টাসকে শিরোপা এনে দিলেন রোনালদো
কাভানি-পগবায় ম্যানইউর শীর্ষস্থান পুনরুদ্ধার
সাকিব-হাসানের দিনে অল্পতেই শেষ ওয়েস্ট ইন্ডিজ
বিশ্বকাপ সুপার লিগের যাত্রা শুরু করছে বাংলাদেশ
৭০ বছরের রেকর্ড ভেঙে নায়ক পন্থ
দুইবার এগিয়েও শিরোপাবঞ্চিত বার্সা
বাংলাদেশের জাতীয় পতাকা অনুসরণ করে ‘বিশেষ’ জার্সি : আকরাম খান
রুটের ডাবল সেঞ্চুরিতে রানের পাহাড়ে ইংল্যান্ড