রবিবার, ১৭ জানুয়ারী ,২০২১
Bangla Version
স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাইপর্বের ম্যাচে অংশ নিতে বাংলাদেশ জাতীয় ফুটবল দল এখন কাতারে অবস্থান করছে। মূল ম্যাচ ৪ ডিসেম্বর। এর আগে নিজেদের ঝালিয়ে নিতে গতকাল (শনিবার) স্থানীয় লুসাইল স্পোর্টস ক্লাবের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচে অংশ নেয় বাংলাদেশ দল। এই ম্যাচে বাংলাদেশ ফুটবল দলকে ১-০ গোলে পরাজিত করে লুসাইল স্পোর্টস ক্লাব। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সহকারী কোচ স্টুয়ার্ট ওয়াটকিস বলেছেন, ‘ভালো অনুশীলন হয়েছে। শারীরিকভাবে ওরা আগের ম্যাচের প্রতিপক্ষের মতো ছিল না। তবে আরেকটু কৌঁশলি ছিল তারা। আমাদের জন্য দারুণ অনুশীলন ম্যাচ। তবে আমরা কিছুটা হতাশ যে গোল করতে পারিনি। ৯০ মিনিটে আমরা যেভাবে খেলেছি তাতে আমি খুশি।’ দ্বিতীয় প্রস্তুতি ম্যাচেও ৪-২-৩-১ ফরমেশনে খেলেছে বাংলাদেশ। আগের ম্যাচের একাদশ থেকে পরিবর্তন ছিল দুইটি। গোলরক্ষক হিসেবে শুরু করেছিলেন আনিসুর রহমান আর সোহেল রানার জায়গায় মিডফিল্ডে নেমেছিলেন বিপলু আহমেদ।
রুটের ডাবল সেঞ্চুরিতে রানের পাহাড়ে ইংল্যান্ড
জীবন পেয়ে লাবুশেনের সেঞ্চুরি, স্বস্তিতে অস্ট্রেলিয়া
দেশের দ্রুততম মানবী শিরিন, মানব ইসমাইল
ঢাকায় ক্যারিবীয় স্পিনার করোনায় আক্রান্ত
কোহলি-আনুশকার সন্তান না দেখাতে হাসপাতালে কড়াকড়ি
বাংলাদেশকে ফেভারিট মানছে ওয়েস্ট ইন্ডিজ