Somoynews24.com
সৌদি আরবে ৮২ হাজার ৪১৭ হজযাত্রী পৌঁছেছেন
Thursday, 25 Jul 2019 12:03 pm
Reporter :
Somoynews24.com

Somoynews24.com

ডেস্ক রিপোর্ট: এখন পর্যন্ত ৮২ হাজার ৪১৭ জন হজযাত্রী বাংলাদেশ থেকে সৌদি আরবে পৌঁছেছেন। ৪ জুলাই থেকে শুরু হওয়া ২২৭টি ফ্লাইটে তারা সৌদি আরবে যান। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ১২০টি ও সৌদি এয়ারলাইনস ১০৭টি হজ ফ্লাইট পরিচালনা করেছে। হজযাত্রীদের সৌদি আরবে পৌঁছে দিতে ফ্লাইট চলবে ৫ আগস্ট পর্যন্ত। হজ অফিস সূত্রে জানা গেছে, চাঁদ দেখা সাপেক্ষে হজ হতে পারে ১০ আগস্ট। এ বছর ধর্ম মন্ত্রণালয়ের অনুমোদিত ৫৯৮টি হজ এজেন্সি হজ কার্যক্রম পরিচালনা করছে। সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ২৬ হাজার ৯২৩ জন হজযাত্রী সৌদি আরবে যাবেন। হজ শেষে দেশে ফিরতে ফ্লাইট শুরু হবে ১৭ আগস্ট, চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম বলেন, এ বছর বড় কোনও ধরনের ঝামেলা হয়নি। আমরা আশাবাদী বাকি ফ্লাইটগুলো নির্বিঘ্নে সৌদি আরবে পৌঁছবে। এদিকে সৌদি আরবে ১৪ জন হজযাত্রী মারা গেছেন বলে জানা গেছে। তাদের মধ্যে ১২ জন পুরুষ ও দুই জন নারী। হজ অফিস সূত্র এ তথ্য জানিয়েছে। সর্বশেষ ২৪ জুলাই মো. জাহাঙ্গীর হোসেন নামে ৬৮ বছর বয়সী একজন (পাসপোর্ট নম্বর EA0620631) মক্কার আল-মুকাররমায় ইন্তেকাল করেন। তার বাড়ি নাটোরে।