শনিবার, ২৩ জানুয়ারী ,২০২১
Bangla Version
ঢাকা : বিয়েতে বর-কনেকে হিরে উপহার এখন বাঙালি মধ্যবিত্তের আয়ত্তের মধ্যে। কিন্তু যখন বিয়েতে আগত অতিথিদের দেওয়া হয় বিশুদ্ধ হিরের আংটি!
সেটাই সত্যি হয়েছিল কুয়েতের আমিরের নাতির বিয়েতে। মান্যগণ্য অতিথিদের স্বাগত জানানো হয়েছিল হীরক অঙ্গুরীয় দিয়ে।
বছর আড়াই আগে বিয়ে করেন শেখ ফাহাদ বিন নাসের বিন সাবাহ আল আহমদ। তিনি কুয়েতের আমির বা কুয়েতের রাজার নাতি। বিয়ের পাত্রী ছিলেন ফে বিনত লোয়ে বিন জাসিস আল খারাফি। তিনি কুয়েতের সংসদের অধ্যক্ষের নাতনি। রাজকীয় এই বিয়ের ছবি ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।
আগত অতিথি-অভ্যাগতদের মধ্যে ভিআইপি কিছু কম ছিলেন না। তাদের জন্য নিমন্ত্রণকর্তার তরফে উপহার ছিল প্রতি জনে একটি করে হিরের আংটি। রাজপুত্রের বিয়ে বলে কথা! এমন স্বাগত-উপহার না হলে কখনও জমে!
রাজকীয় বিয়েতে প্রত্যেক অতিথিকে হিরের আংটি উপহার!
যে মন্দিরে গেলে পাথর হয়ে যায় মানুষ!
পৃথিবীতে জন্ম নেওয়ার আগে মঙ্গলে থাকতেন এই যুবক!
পুরো গ্রাম আলোকিত করেছে একটি মসজিদ!
পরমাণু সমঝোতাকে দরকষাকষির বস্তু বানাবেন না: আমেরিকাকে রাশিয়া
কেন কাতারের পাশে দাঁড়িয়েছে তুরস্ক?
হাড়ের বাসিন্দাদের সরিয়ে নিতে মাইকিং
দীর্ঘদিনের সঙ্গী পোষা কুকুরকেই বিয়ে করলেন তিনি!
আজব আপেল গাছ! এক গাছে ২৫০ জাতের ফল!