রবিবার, ২৪ জানুয়ারী ,২০২১
Bangla Version
ঢাকা : ভারতে একটি মন্দির আছে। কিরারু মন্দির। রাজস্থানের কিরারুতে অবস্থিত। তাই এর নামও হয়েছে কিরারু। তবে এই মন্দির ঘিরে রয়েছে অবিশ্বাস্য কাহিনী। কেউ সারারাত এখানে থাকলে তাহলে মন্দিরের অভিশাপে পাথর হয়ে যাবে সেই ব্যক্তি। কিন্তু এটি কতটুকু সত্য তা প্রমাণ হয়নি। তারপরেও স্থানীয়দের মুখে এমনটি শোনা যায়।
সাতটি মন্দির রয়েছে ওই জায়গায়। যার মধ্যে এই মন্দিরকে ঘিরেই জড়িয়ে রয়েছে এই কাহিনী। বলা হয়, এই কিরারু মন্দিরে যদি কেউ সারারাত থাকেন তাহলে অভিশাপে পাথর হয়ে যাবে সেই ব্যক্তি।
রাজস্থানের বাঢ়মের জেলায় এই মন্দিরটি অবস্থিত। মানুষ পাথরে পরিণত হওয়ার বিষয়টি আদৌ সত্যি কিনা সেটি যাচাই করে দেখারও সাহস দেখান না কেউ। তাই বলা যায় এটি এখনো প্রমাণিত না।
রাজকীয় বিয়েতে প্রত্যেক অতিথিকে হিরের আংটি উপহার!
যে মন্দিরে গেলে পাথর হয়ে যায় মানুষ!
পৃথিবীতে জন্ম নেওয়ার আগে মঙ্গলে থাকতেন এই যুবক!
পুরো গ্রাম আলোকিত করেছে একটি মসজিদ!
পরমাণু সমঝোতাকে দরকষাকষির বস্তু বানাবেন না: আমেরিকাকে রাশিয়া
কেন কাতারের পাশে দাঁড়িয়েছে তুরস্ক?
হাড়ের বাসিন্দাদের সরিয়ে নিতে মাইকিং
দীর্ঘদিনের সঙ্গী পোষা কুকুরকেই বিয়ে করলেন তিনি!
আজব আপেল গাছ! এক গাছে ২৫০ জাতের ফল!