শনিবার, ০৪ এপ্রিল ,২০২০

Bangla Version
  
SHARE

মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২০, ১২:৪৩:৩৮

আমার জীবনের কসম করে বলছি, আমি এখন একদমই ধূমপান করি না: লেডি গাগা

আমার জীবনের কসম করে বলছি, আমি এখন একদমই ধূমপান করি না: লেডি গাগা

বিনোদন ডেস্ক: পপশিল্পী লেডি গাগা দিনে ৪০টি সিগারেট খেতেন। আঁতকে ওঠার মতো কথা। তবে এখন এটি কেবলই অতীত। সম্প্রতি সিগারেট ছেড়ে দেওয়ার ঘোষণা দিলেন এই পপশিল্পী। গত শুক্রবার নিউ মিউজিক ডেইলি অনুষ্ঠানে এক সাক্ষাৎকারে এমনটি জানালেন তিনি। কিম্ভূতকিমাকার পোশাক আর রংচঙা মেকআপে গাগাকে অন্য রকম লাগতে পারে। কিন্তু বাইরেও এক গাগা আছেন। তা বেশ কয়েকবারই তিনি প্রমাণ করেছেন। দাতব্য প্রতিষ্ঠানে অর্থদান কিংবা দুর্দশাগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো- এসব কাজে এগিয়ে এসেছেন বেশ কয়েকবার। একসময় হয়ে পড়েছিলেন ভয়ানক মাদকাসক্ত। মাদকের মরণকামড় থেকে রেহাই পেতে জোর চেষ্টা চালিয়েছেন। মাদক সেবন থেকে দূরে থাকতে শপথও করেছিলেন। এবার সিগারেট ছেড়ে দিয়ে অনন্য নজির গড়লেন এই সংগীতশিল্পী। তবে এটি যে চাট্টিখানি কথা ছিল না, তা–ও বোঝা গেল গাগার কথায়। লেডি গাগা বলেন, ‘আমি এখন ধূমপান করি না। কিন্তু একসময় আমার দিনে ৪০টি সিগারেট লাগত।’ গাগা আরও বলেন, ‘আমার জীবনের কসম করে বলছি, আমি এখন একদমই ধূমপান করি না। আমি পুরোপুরি ধূমপান ছেড়ে দিয়েছি। তবে এটা সহজ ছিল না। এটা ছিল মারাত্মক কষ্টের। আপনি যদি ধূমপান না করেন, তবে দয়া করে ধূমপান আর করবেন না। কারণ ধূমপান ছেড়ে দেওয়া যে কী কষ্টের! এটা নিষ্ঠুরতম কাজ। আর আমি কখনোই ধূমপান করব না।’ গাগা তাঁর নতুন অ্যালবাম নিয়েও কথা বলেন। তিনি বলেন, অ্যালবাম করাটা মারাত্মক কঠিন কাজ ছিল। গত শুক্রবার গাগা তাঁর নতুন একক গান ‘স্টুপিড লাভ’ প্রকাশ করেন। সামনে আসতে যাচ্ছে তাঁর অ্যালবাম। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এই অ্যালবাম তৈরি করা আমার জন্য খুবই আবেগী একটি ব্যাপার। আমি অ্যালবামটি করার সময় শুধুই কেঁদেছি এবং গানের জন্য গীতিকবিতা লিখে গেছি।’ এটি হতে যাচ্ছে গাগার ষষ্ঠ স্টুডিও অ্যালবাম। ধারণা করা হচ্ছে, অ্যালবামটির নাম হতে পারে ক্রোম্যাটিকা।

এই বিভাগের আরও খবর

  নিজের শরীরে করোনা ভাইরাসটি নিয়ে কথা রেখেছেন জার্মান মেয়র

  করোনা যুদ্ধে জয়ী হলেন ইতালির ১০১ বছর বয়সী বৃদ্ধ

  যুক্তরাষ্ট্রে এক বাংলাদেশি পরিবারের সবাই করোনা আক্রান্ত

  দিল্লিতে করোনা রুখতে গোবর-গোমূত্রের বিশেষ পানীয়!

  চাঁপাইনবাবগঞ্জে সন্তানের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন

  আমার জীবনের কসম করে বলছি, আমি এখন একদমই ধূমপান করি না: লেডি গাগা

  মেসি নারায়ণগঞ্জে, রোনালদো পড়েছেন নোয়াখালীর স্কুলে!

  ছয় হাজার মরদেহ মিলল বুরুন্ডির গণকবরে

  নাটোরে নবজাতকের দুই মাথা, এক হাত, এক পা

  ৩৮ লাখ বছর আগের মানুষের খুলির সন্ধান!

  সিলেটে মিলল ‘আল্লাহু’ লেখা মাংস, এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি

https://web.facebook.com/Somoy-news

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

আজকের প্রশ্ন

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন,মাদক সম্রাটতো সংসদেই আছে। তাদেরকে বিচারের মাধ্যমে আগে ফাঁসিতে ঝুলান। আপনি কি একমত?