রবিবার, ১৭ জানুয়ারী ,২০২১
Bangla Version
লাইফস্টাইল ডেস্ক: ভারতে বায়ুদূষণের কারণে গর্ভপাত বাড়ছে। সম্প্রতি একটি গবেষণা থেকে এমন তথ্য জানা গেছে। শুধু ভারতে নয়, বায়ুদূষণের কারণে পাকিস্তান ও বাংলাদেশেও গর্ভপাতের সংখ্যা বাড়ছে। ‘দ্য ল্যানসেট প্ল্যানেটরি হেলথ জার্নাল’-এ প্রকাশিত গবেষণা প্রতিবেদন বলছে– বায়ুদূষণের কারণে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে গর্ভপাতের সংখ্যা বাড়ছে। নির্দিষ্ট সময়ের আগে সন্তানের জন্ম দিচ্ছেন অনেক মা। সেসব শিশুর ওজনও স্বাভাবিকের তুলনায় অনেকটাই কম। গবেষক দলের প্রতিনিধি অধ্যাপক টাও জুয়ে বলেছেন, দক্ষিণ এশিয়ার এসব জায়গায় বায়ুদূষণের পরিমাণ সবচেয়ে বেশি। এ ছাড়া গর্ভপাতের ঘটনা দক্ষিণ এশিয়াতেই সবচেয়ে বেশি। পরিসংখ্যান বলছে, ভারত-পাকিস্তান-বাংলাদেশের বাতাসে পিএম ২.৫-এর পরিমাণ মারাত্মকভাবে বেশি। এই পিএম ২.৫ এমন এক ধরনের দূষিত কণা, যা নিঃশ্বাসের সঙ্গে ফুসফুসের একেবারে গভীরে চলে যেতে পারে। এবং সেখান থেকে খুব সহজেই রক্তে মিশে যায়। ফলে হৃদরোগ ও ফুসফুসের রোগের ঝুঁকি বাড়ে। গবেষণায় আরও জানা যায়, এ ধরনের দূষিত কণা হবু মায়েদের জীবনে ডেকে আনতে পারে মারাত্মক বিপদ। পিএম ২.৫ ছেদ করে ফেলতে পারে তাদের প্লাসেন্টা। আর তাতেই ঘটেতে পারে গর্ভপাত। দক্ষিণ এশিয়ার এ দেশগুলোতে প্রতি বছর বিপুল পরিমাণে গর্ভপাতের ঘটনা ঘটে। সংখ্যাটা এখন গড়ে প্রায় সাড়ে ৩ লাখ। এর বড় কারণ হচ্ছে গর্ভপাত।
যেসব লক্ষণে বুঝবেন স্কিন ক্যান্সার
সহজলভ্য জিনিসেই ত্বকের উজ্জ্বলতা ধরে রাখেন রাকুল প্রীত
৩৫ বছরের পর সন্তান ধারণের ঝুঁকি ও করণীয়
উজ্জ্বল ত্বকের জন্য খান ৫ ভিটামিন সি সমৃদ্ধ ফল
অতিরিক্ত ভিটামিন ‘সি’র ক্ষতিকর দিক
বায়ুদূষণের কারণে বাড়ছে গর্ভপাত: গবেষণা
মা হওয়ার প্রসঙ্গে যা বললেন বুবলি
কোন ডিমের কী উপকারিতা দেখে নিন